এসডি রুবেল, ব্যুরো নড়াইল :
নড়াইল পৌরসভার আয়োজনে নগর উন্নয়ন পরিকল্পনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল এগারোটায় পৌরসভার নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে পৌর নগর উন্নয়ন পরিকল্পনার বিসয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় পৌরনগর উন্নয়ন পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দীন খান (নিলু)। বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সাবেক সাধারণ সম্পাদক ও জর্জ কোর্টের পিপি এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী ,
সাবেক এমপি সাইফ হাফিজুর রহমান খোকন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা জর্জ কোর্টের পিপি এ্যাডভোকেট ইমদাদুল হক ,
জেলা বার কাউন্সিলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তায়েব আলী আছাদ, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলমগীর ছিদ্দিক, খন্দকার মাছুদ হাসান,নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মো: রেজাউল বিশ্বাস, প্যানেল মেয়র কাজী জহিরুল হক, মহিলা কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, কাউন্সিলর মো: রাজু আহম্মেদ, কাউন্সিলর বাবলু মোল্লা, পৌরসভার একাউন্টেন্ট মো: জামন মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পৌরসভার নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ে উপস্থিত অতিথি বৃন্দের কাছে সার্বিক সহযোগিতা কামনা করে মেয়র আঞ্জুমান আরা বলেন, আমরা ইতিমধ্যে পৌরসভার নগর উন্নয়ন পরিকল্পনায় পৌর গোরস্থানের নতুন সিমানা প্রাচীর ও মাটি ভরাট সংস্করণে ৮০ লক্ষ টাকা কাজের অনুমোদন পেয়েছি, এছাড়া দক্ষিণ নড়াইল গোরস্থান থেকে মাছিমদিয়া হয়ে হাটবাড়িয়া বিজয়পুর সাড়ে চার কিলোমিটার রাস্তার কাজের প্রকল্প জামা দিয়েছি।
হাতির বাগান বাসস্ট্যান্ড থেকে পুলিশ লাইনের সামনে দিয়ে মুলিয়া রাস্তার আড়াই কিলোমিটার রাস্তার প্রকল্প জমা দিয়েছি। এমনকি পৌরভবনের বাউন্ডারি গেট সহ বিভিন্ন রাস্তার পৌরসভার নিজস্ব অর্থায়নে কাজ চলমান রয়েছে। এবিসয় পৌরসভার নগর উন্নয়ন পরিকল্পনায় মেয়র আঞ্জুমান আরা সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply