স্পোর্টস ডেস্ক:
বিশকাপে বাংলাদেশ দলের জার্সি পরিবর্তনের অনুমোদন দিয়েছে আইসিসি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন নকশা নিয়ে আবারো তৈরি হবে জার্সি। জার্সির নতুন নকশার ছবিও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
নতুন জার্সিতে সংযুক্ত করা হয়েছে লাল রং। নতুন জার্সির হাতায় লাল রং দেওয়া হয়েছে। এছাড়া আগের জার্সিতে বাংলাদেশ লেখাটি ছিল সাদা। সেটাও করা হয়েছে লাল। এই দুই জায়গায় আনা হয়েছে পরিবর্তন। আর বাকিটা আগের জার্সির নকশা মোতাবেকেই থাকবে।
এর আগে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করা হয় সোমবার। ওই জার্সিতে বাংলাদেশের আবেগের রং লাল না থাকায় সমালোচনার শুরু হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply