বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:০১ অপরাহ্ন

নদ-নদীর ৬৭ পয়েন্টে পানি কমেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৮ Time View

দেশের বিভিন্ন নদ-নদীর ৬৭ পয়েন্টে পানি কমেছে আর বেড়েছে ১৯টির। শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র, গঙ্গা-পদ্মা এবং সুরমা নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-গঙ্গা ও সুরমা নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। এছাড়া, যমুনা ও পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়