ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে নবম এবং দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ট্যাব বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঃ লতিফ হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান অফিসের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন মোঃ জহিরুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন । পরে উপজেলার ৩৭টি মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী মোট ২২২জন শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে ট্যবলয়েট(ট্যাব) বিতরণ করা হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দেন। এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা ট্যাব সঠিকভাবে ব্যবহার করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর এই উপহার শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা পালন করবে বলে মনে করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply