নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলার ঘূর্ণিঝড় চিত্রাং এর প্রভাবে নরসিংদীতে ঝড়ো বাতাসে কলাবাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত বিঘার কলা বাগান দমকা হাওয়া ও ঝড় বাতাসে কলা গাছ ভেঙ্গে ফেলেছে।
মনোহরদী উপজেলার চন্দনপুর গ্রামের কৃষক জসীমউদ্দীনের, মনির ও মঞ্জিল মিয়া দুই বিঘা জমির কলাবাগান ঝড়-বাতাসের সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। একই উপজেলার অর্জুনচর গ্রামের তারা মিয়ার প্রায় তিন বিঘা জমি কলাবাগানের কলাগাছ বাতাসে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে এবং নরসিংদী সদর উপজেলা শিলমান্দী ইউনিয়নের কলাবাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জেলা কৃষি অফিসার তৎক্ষণাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ ও তথ্য নিরূপণ করতে পারেননি। তিনি বলেন সরেজমিনে তথ্য সংগ্রহ করে পরবর্তীতে সঠিক তথ্য নিরূপণ করবেন বলে আশ্বস্ত করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply