মোঃ মনির হোসেন সাগর, নরসিংদী :
নরসিংদী মডেল থানায় জেলা পুলিশ ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে প্রথম অংশগ্রহণকারী পুলিশের ভূমিকা সম্পর্কে মডেল থানার ওসি আবুল কাশেমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সেক্রেটারি হুমায়ুন কবির শাহ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আশরাফুল আজিম পিপিএম একাত্তরে কাল রাত্রি ২৫ শে মার্চ সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং দীপ্ত কন্ঠে স্লোগান দেন “এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ সময় বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ হল রুমটি পরিপূর্ণ ছিল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply