মো. আরিফ গাজী :
ঝালকাঠির নলছিটিতে ৩৫০ পিস ইয়াবাসহ রাজিব মল্লিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজিব মল্লিক উপজেলার কুলকাঠি গ্রামের মো. নুর হোসেন মল্লিকের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে নলছিটি থানা পুলিশের একটি টিম উপজেলার মল্লিকপুর পোল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাজিব মল্লিক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, আটক রাজিব মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply