আল-আমিন হোসাইন, নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি :
বিশ্বব্যাপি করোনার মহামারির সময়ে এক ইঞ্চি জমি পতিত রাখা যাবে না। কৃিষ বাঁচলে দেশ বাঁচবে এই ম্লোগানকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ ও কৃষি বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় নাজিরপুর উপজেলার রামনগর ব্লকের প্রতিটি কৃষকের পাশে দাড়িয়ে সার্বক্ষনিক কৃষি সেবা দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি বিভাগ।
বিনা মূল্যে প্রণোদনার বীজ, সার, ত্রান সামগ্রী বিতরণ, সার ডিলার, কীটনাশক দোকান পরিদর্শন, সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষক সুরক্ষা পরামর্শসহ যাবতীয় কাজ নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন তারা। নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর ব্লকের কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার মোঃ বাবুল আক্তার বলেন, প্রায় সাড়ে ৫ শত হেক্টর জমিতে হাইব্রীড ও উফশী বোরো, ভূট্টা, সূর্যমুখী, মুগ ডাল, মরিচ, শাক-সব্জিসহ নানা বিধ ফসলের আবাদ হয়েছে।
মাঠে ধান কর্তন শুরু হয়েছে। বাম্পার ফলন হয়েছে এ উপজেলায় কোন খাদ্য ঘাটতি দেখা দেবে না এমনই আশা বাদ উপজেলা কৃষি বিভাগের। তিনি আরও বলেন, ব্লকে কৃষি শ্রমিকের কোন ঘটতি নাই বরং অতিরিক্ত শ্রমিক অন্যত্র যাওয়ার জন্য অনেকে আবেদন করেছেন্। এছাড়া পাট, মেস্তা, ধৈঞ্চা, আদা, হলুদ, ওলকচু, কলার চাষ ও আউশ আবাদের বীজতলা তৈরীর কর্যক্রম চলমান কৃষকদের পাশে থেকে পরামর্শ দেয়া যাতে তারা বিষমুক্ত সব্জি উৎপাদন, মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পোস্ট,ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করছেন। দেশের এই করোনা সংকটময় মুহুর্তে খাদ্যে সয়ংসম্পূনতা অর্জন এবং ফসল সুরক্ষায় কৃষকের পাশে থেকে কাজ করা আমার দায়িত্ব ও কর্তব্য ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply