আল-আমিন হোসাইন;নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কাকলী বৈরাগী (৩০) নামের এক নারী এই প্রথম করোনায় শনাক্ত হয়েছে। তিনি কিছুদিন পূর্বে নিজস্ব গাড়ি যোগে ঢাকা হইতে তাহার বাবার বাড়ী নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠী ইউনিয়নে বলি বাবলা গ্রামে আসলে শারীরীভাবে অসুস্থতাবোধ করেন।
একপর্যায়ে এলাকায় করোনার ঐ রোগীর সর্দি, জ¦র, কাশি, গলা ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা দিলে এলাকায় তোলপার সৃষ্ঠি হয়।
নাজিরপুর থানার পুলিশ কর্তৃক বলা হলে কাকলী বৈরাগী গত ১৩মে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরবর্তীতে শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল হাসপাতাল কর্তৃক নমুনা পরীক্ষা নিরীক্ষার পর গত ১৬মে শনিবার তাহার করোনা ভাইরাস সংক্রান্ত পজেটিভ রিপোর্ট আসলে এখবর ১৬মে রাতে নাজিরপুর উপজেলা হাসপাতালের পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে বারি বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত কাকলী বৈরাগী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি গ্রামের শিপন হালদারের স্ত্রী।
এ ঘটনায় ঐ বাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে বারি এবং নাজিরপুর থানা তদন্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া সহ কয়েকজন কর্মকর্তা গিয়ে বাড়ি লকডাউন ঘোষনা করেন।
উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, রোগী একজন মহিলা প্রায় ১মাস পূর্বে তার সিজারিয়ান অপারেশন হয়েছে এবং বাচ্চাটির মাত্র ১ মাস বয়স। রোগী তার পরিবার সহ গত ৪ মে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে শ্রীরামকাঠীতে আসেন। এর মধ্যে পিরোজপুরে একজন ডাক্তারের কাছ থেকে চিকিৎসাও নিয়েছেন। ডাক্তার এবং যে অটোরিক্সায় রোগী পিরোজপুর গিয়েছেন তার চালককে শনাক্ত করে লকডাউন ঘোষনা করা হয়েছে। রোগীসহ পরিবারের ৮জন সদস্য আপাতদৃষ্টিতে সুস্থ আছেন। তারা সবাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরে অবস্থান করবে বলে জানান। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে শিশু খাদ্যসহ আগামী ১সপ্তাহের খাবার রোগীর বাড়ি পৌছে দেয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply