ফজলে আরাফাত, (নান্দাইল) ময়মনসিংহ :
ময়মনসিংহের নান্দাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দের তত্ত্বাবধানে চন্ডিপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রাম থেকে রবিবার রাত ১২.৩০ মিনিটে দুই জুয়াড়িকে আটক করেছে নান্দাইল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের নাম হলো ১. মৃত আসন আলি ফকিরের ছেলে মোঃ মাসুদ ফকির (৩৮)। ২. মৃত সিদ্দিক আকন্দর ছেলে শাহজান আকন্দ (৩৯)।
গ্রেপ্তারকৃত আসামীদের জুয়া ৪ ধারা আইনে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply