Amar Praner Bangladesh

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ নূর মোহাম্মদ

এইচ এম সাইফুল্লাহ্, নাল্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

গতকাল (১৭ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)  ডাঃ নূর মোহাম্মদ। এ সময় ময়মনসিংহ জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড়, ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় (স্বাস্থ্য)  এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফরিদুল হক উপস্তিত ছিলেন। পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অত্র কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাঈদ সহ সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারিদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় সিনিয়র সাংবাদিক ও যুগান্তর প্রতিনিধি মোঃ এনামুল হক বাবুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটের বিষয়টি ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য জনাব ডাঃ নূর মোহাম্মদ কে অবহিত করলে, তিনি খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে আশ্বাস প্রদান করেন।
হাসপাতালের সার্বিক বিষয়ে তিনি সন্তোষ্ট। তাছাড়া নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান ও রিপোর্ট রিটার্নের ক্ষেত্রে এ বিভাগের মধ্যে প্রথম স্থানে থাকায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।