স্টাফ রিপোর্টার:
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবিকা, নারীনেত্রী, রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব নাজমুন নাহার বেবী বাংলাদেশ মানবিক ফোরাম (বামাফো)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ্যাড. শাহিদা রহমান রিংকু’র নিজস্ব কর্ম ব্যস্ততার কারণে তিনি ১ এপ্রিল ২০১৯ তাঁকে এ পদ অর্পন করেন। বামাফো’র নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। উল্লেখ, নাজমুন নাহার বেবী দৈনিক নবচেতনা পত্রিকার অন্যতম পরিচালক।
এ ব্যাপারে “বাংলাদেশ মানবিক ফোরাম (বামাফো)’র” নতুন মহাসচিব মো. আল-আমিন (শাওন) বলেন, বামাফো’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন, নাজমুন নাহার বেবী। আর “সামনে এগিয়ে যাও তোমার মানবিক হৃদয় নিয়ে” এই শ্লোগানে বামাফো’র” কমিটি গঠন করা হয়েছে। আমরা গরীব-দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি দেখতে চাই। এ জন্য আমাদের সাধ্যমত তাদের সেবা করতে চাই। তাই দেশ-বিদেশের মানবিক হৃদয়ের অধিকারী ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট বিষয়ে নানান গুণের অধিকারী ব্যক্তিদের সাথে আলোচনা করে ও পরামর্শ নিয়ে বামাফো’র কমিটি গঠন করা হয়েছে। আর মানবিক হৃদয়ের অধিকারী ও মানুষের সেবায় নিয়োজিত এবং অন্যের উপকারে আগ্রহী ব্যক্তিরা বামাফো’র সদস্য হতে পারবেন।
জানা যায়, ২৯ মার্চ ২০১৯ ইং “সামনে এগিয়ে যাও তোমার মানবিক হৃদয় নিয়ে” এই শ্লোগানে “বাংলাদেশ মানবিক ফোরাম (বামাফো)’র” ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে নারীনেত্রী কবি রিতু নুর নির্বাহী চেয়ারম্যান ও সাংবাদিক মো. আল-আমিন (শাওন) এলএল.বি মহাসচিব মনোনীত হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply