মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর
শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ও জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ কোম্পানীর র্যাব সদস্য কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল ও হেরোইন ১৫ মে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আদালত প্রাঙ্গণে রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী থানার পুলিশ ও জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ কোম্পানীর র্যাব সদস্য কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মদ, ফেনসিডিল ও হেরোইন সোমবার সকালে শেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানার উপস্থিতিতে এসব মাদক আদালত প্রাঙ্গণে রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে কোট পুলিশ পরিদর্শক খন্দকার মো. শহীদুল হক বলেন, শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নালিতাবাড়ী থানার পুলিশ ও র্যাব-১৪ কর্তৃক উদ্ধারকৃত ৭৮৯ বোতল ফেনসিডিল, ১৭৪ বোতল ভারতীয় মদ ও হেরোইন সহ বেশ কয়েক জন মাদক কারবারিকে আটক করা হয়।
পরে এসব ঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা দায়ের করা পর তদন্ত শেষে বিজ্ঞ আদালতের নির্দেশনায় সোমবার মাদক গুলো ধ্বংস করা হয়।
Leave a Reply