নারায়ণগঞ্জ (প্রতিনিধি):
নারায়ণগঞ্জ-৫ আসনে চার চারবার নির্বাচিত প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার দূরপাল্লা বাস ও কোচ শ্রমিক ইউনিয়ন ও চাষাড়া আর্মি মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।
শনিবার (৪ মে) বাদ যোহর নগরীর আর্মি মার্কেটে জেলা দূরপাল্লা বাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান। এসময় প্রয়াত সাংসদ নাসিম ওসমান ও তার তনয় আজমেরী ওসমানসহ সকল দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয়।
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাবির হোসেন, সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক শিবু রায়, প্রচার সম্পাদক নজরুল ইসলাম নয়ন, সহ প্রচার সম্পাদক আরিফ খান, সমাজ কল্যাণ সম্পাদক আলিমুজামান এসাক, দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মাসুদ ও কোষাধ্যক্ষ সম্পাদক জানে আলম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply