Amar Praner Bangladesh

নায়ক ইমরান হাশমি, তাই ছবি করবেন না নুসরাত ফারিয়া

বাংলাদেশের প্রথম অভিনেত্রী হিসেবে বলিউড অভিষেক নিয়ে বেশ উচ্চসিত ছিলেন নুসরাত ফারিয়া। ছবির নাম কমবেশি সব সিনেমাপ্রেমীদের মুখস্থ হয়ে গেছে ‘গাওয়াহ-দ্য উইটনেস’।

নায়ক ইমরান হাশমি। দীর্ঘ সময় পর নুসরাত ফারিয়া জানিয়েছেন, ছবিটি তিনি করছেন না। কারণ ইমরান হাশমির সঙ্গে জুটি হয়ে তিনি সমালোচিত হতে চান না।

বলিউডে ছবিতে নুসরাত ফারিয়ার কাজ করা নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। অনেকে এও বলেছিলেন, আলোচনায় আসতেই ভুয়া গল্প ফেঁদেছেন নায়িকা। সেসব নুসরাত ফারিয়া এখনো স্বীকার করতে রাজি নন। জানিয়েছেন আগামী জানুয়ারিতে ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে। তবে গত ঈদের আগেই ছবিটি করবেন বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছেন তিনি।

নুসরাত এখন ভারতীয় অভিনেতা জিতের সঙ্গে নতুন ছবির শ্যুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন। ছবির নাম ‘ইন্সপেক্টর নটি.কে’। এটা নুসরাত-জিৎ জুটির তৃতীয় ছবি। এর আগে ‘বাদশা : দ্য ডন’ ও ‘বস টু’ ছবিতে দেখা গেছে তাদের।