ফিরোজ তালুকদার, কলাপাড়া প্রতিনিধি :
কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তার মোল্লা (৭০) সোমবার রাত ৮টা ২০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি—-রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভূগছিলেন। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় চম্পাপুর ইউনিয়নের মধ্য পাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। সাত্তার মোল্লার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মনিরুজ্জামান মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply