Amar Praner Bangladesh

নিখোঁজ সাইদুলের সন্ধান মেলেনি এখনো

ষ্টাফ রিপোর্টার : মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের হাজির হাট বাজার সংলগ্ন সিকদার বাড়ী থেকে বরিশালের উদ্দেশ্যে বের হওয়া সাইদুল ইসলাম (১১) শিশুটির সন্ধান এখনো পাওয়া যায় নি। গত ২ আগষ্ট বরিশালের এক আত্মীয়ের বাড়ীতে আসার তথা বলে বের হয়। পশ্চিম জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সাইদুল নিখোঁজ হওয়ার সময় শিশুর গায়ে লাল রংয়ের হাফ চেক শার্ট, কালো জিন্সের প্যান্ট পরা ছিল। গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট। শিশুটিকে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি পিতা হেলাল সিকদার। এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানায় জিডি করা হয়েছে। সাইদুলের সন্ধান পেলে তার পিতা হেলাল সিকদারের ০১৭৩১-২৯০৫৪৩ ও ০১৭২৯-৯০২৬৪৩ এই দুটি নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।