নিজস্ব প্রতিবেদক:
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এর সিনিয়র স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজুকে জানে মেরে ফেলার জন্য নিজড়ার ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।
উলেখ্য নিজড়ার রাস্তা ঘাটের বেহাল অবস্থা,৭০-৮০ টি পরিবারের প্রায় ছয়শত মানুষ রাস্তা বিহীন চলাচলে মানবেতর জীবন শীর্ষক প্রকাশিত সংবাদে বের হয়ে আসে নিজড়ার মানুষের সুখ-দুঃখের কথা প্রকাশ পায় চেয়ারম্যানের দুর্নীতি, অবহেলা । কেচো খুড়তে বেরিয়ে আসে সাপ। দায়িত্বশীলদের কাছে মানুষের সমস্যা তুলে না ধরে উল্টো এলাকার উন্নয়নের জন্য আসা টেন্ডার গুলো অভিনব কায়দায় কাজ হয়েগেছে জানিয়ে সরকারী বিল তুলে কন্ট্রাকটর আর চেয়ারম্যানের আতাতে-আতœসাৎ হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাবিখা, টি,আর, ৪০ দিনের কর্মসূচী, এডিবি, এলজি এসপি, কালভোট, ব্রীজ, মাটি কাটা, ডিপ টিউবয়েল সহ সব সরকারী কাজেই চেয়ারম্যানের দুর্নীতি স্পট বলে সংবাদে উল্লেখ করা হয় সত্য প্রকাশে বেরিয়ে আসে আরো চাঞ্চল্য কর খবর খোদ চেয়ারম্যান এর আপন চাচা পিচ কমিটির চেয়ারম্যান ছিলেন। তার চাচাতো ভাই মনসুর সর্দার মন্টু সর্দার, কুব্বত সর্দার সব ছিলো রাজাকার ঢাকা মতিঝিলে মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী চেয়ারম্যান সর্দার আজীজ তার মুখোশ উম্মোচিত হয়ে যাচ্ছে এই ভয়ে সাংবাদিকের উপড় পৈসাচিক কায়দায় তার পালিত গুন্ডা বাহিনী দিয়ে অপমান অপদস্থ করে জানে মেরে ফেলার জন্য হামলা চালায় ।
এই বিষয় নিয়ে দৈনিক আমার প্রাণের বাংলাদেশের অফিসে জরুরী বৈঠক হয় আলোচনায় পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মন্ডলী বলেন, আমরা আমাদের অবস্থান আমাদের কর্ম আমাদের চিন্তা আপনাদের সামনে জাতির সামনে স্পস্ট করতে চাই জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলায় সরকারী মিডিয়াভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশ স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে বেগবান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই পত্রিকার জন্মলগন থেকে অদ্যবতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে সত্য ও সততার পক্ষে কলম যোদ্ধার ভূমিকায় কাজ করে যাচ্ছে আর এই কাজের এর আয়োজন অডরায় হিসাবে যতবড় অবশক্তি দেয়াল হয়ে দাড়াবার চেষ্টা করবে তা বর্তমান সরকারের বিচক্ষনতা দিয়ে এবং সকল সাংবাদিকরা তাদের লেখার মাধ্যমে প্রতিহত করবে , অতিসত্বর দুদুক সহ সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করবো এই দুর্নীতি গ্রস্ত নিজড়ার ইউপি চেয়ারম্যানের সম্পদের হিসাব নেয়ার জন্য যথামত কতৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হউক নিজড়া গ্রামের এই বেহাল অবস্থা কেন।
সাংবাদিক রবিউল আলম রাজুর উপর হামলা কারীদের আইনের আওতায় আনা হোক এবং চেয়ারম্যান এর দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হউক উলেখ্য রাজাকার কুব্বত আলী সর্দার এর ছেলে নুওে আলম সর্দার নিজেকে (ডিজি এফ আই ) পরিচয় দেয় অথচ বেশির ভাগ সময় বাড়ীতে চেয়ারম্যান পালিত গুন্ডার ভূমিকায় কাজ করে সাংবাদিকের উপর হামলার সময় সেই বেশি উত্তেজিত হয়ে মারমুখি ভূমিকায় থাকে। তার পাশাপাশি রাজনৈতিক চেয়ারম্যানের একান্ত সহযোগী সর্দার সহ একাধিক চেনা অচেনা সন্ত্রাসীরা উপস্থিত থেকে এই অপকর্ম সংগঠিত করে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply