রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রয়োজনে ডিবি পুলিশকে সহযোগিতা করবো: হিরো আলম আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মারা গেছেন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, সহযাত্রীর নাম বাধ্যতামূলক কুষ্টিয়ায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী’র সাংবাদিক সম্মেলন তুরাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ওমরাহ পালনকালে কাবার সামনে স্ত্রীর মৃত্যু, মক্কাতেই দাফন টঙ্গীতে নির্বাচনী প্রচারে না যাওয়ায় ব্যবসায়ীর দোকানে হামলা কাউন্সিলর প্রার্থীর জলঢাকায় জলমহাল ইজারায় যোগ্য সমিতির স্থলে ভায়া সমিতিকে ইজারা প্রদানের অভিযোগ মতিউর রহমান ও শামসুজ্জামানের বিরুদ্ধে মামলায় ৪১ নাগরিকের প্রতিবাদ পুলিশের ধাওয়া খেয়ে টিনের চালে চোর, নামালো ফায়ার সার্ভিস

নিজ এলাকায় আসছেন মনি, কঠোর অবস্থানে আওয়ামীলীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫ Time View

 

 

মোঃ শাকিল আহমেদ, বরগুনা : 

দীর্ঘ ১৬ বছর পর নিজ এলাকায় আসছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য (বরগুনা-২) নুরুল ইসলাম মনি। তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাক দিয়েছে পাথরঘাটা উপজেলা বিএনপি।

এতে যোগ দেওয়ার কথা রয়েছেন মনির। তার আসার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ সংশ্লিষ্ট অঙ্গসংগঠনেও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ফলে কঠোর অবস্থানে রয়েছেন তারা। যেকোনো সময় বিএনপি-আওয়ামী লীগে সংঘর্ষ ঘটতে পারে বলেও শঙ্কা রয়েছে পাথরঘাটায়।

ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনও। ধারণা করা হচ্ছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা ও দেশের প্রধান দুই দলের নেতাকর্মীদের বর্তমান অবস্থা বিবেচনায় পাথরঘাটায় ১৪৪ ধারা জারি হতে পারে।

রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, কেন্দ্র ঘোষিত তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (৫ সেপ্টেম্বর) শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চাই। ইতোমধ্যে আমরা পাথরঘাটা থানায় লিখিত অনুমতি চেয়েছি, আশা করছি প্রশাসন অনুমতি দেবে। আমরা চাই না কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। অনুমতি পেলে শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করবো। তাছাড়া দীর্ঘদিন পর সাবেক এমপি ও সাবেক বরগুনা জেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম মনি তার নির্বাচনী এলাকায় এসে আমাদের সাথে অংশ নেবেন। আমরা সেভাবেই চিন্তা-ভাবনা করেছি।

একাধিক বিএনপি নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল ইসলাম মনির এলাকায় আসার খবরে তাদের বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে ছাত্রলীগ। হুমকি দেওয়া হচ্ছে।

একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী জানিয়েছেন, যেকোনো মূল্যে সাবেক সাংসদ নূরুল ইসলাম মনিকে হঠাতে যেকোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন তারা।

পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। সেখানে কোন দল কোথায় প্রোগ্রাম করবে বা কে কি প্রোগ্রামের ডাক দিয়েছে তা আমাদের জানা নেই। কেউ যদি শান্তি প্রিয় পাথরঘাটায় নৈরাজ্য বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কোনো ধরনের বক্তব্য দেয় তাহলে তা কঠোরভাবে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সেটি প্রতিহত করবে।

তিনি আরও বলেন, সারাদেশে জামায়াত-বিএনপি, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমরা সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছি। সেখানে যদি কেউ বাধার সৃষ্টি করে তাহলে আমরা কঠোর ভাবে প্রতিহত করবো।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন বলেন, সারা দেশে বিএনপি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় আমরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ডেকেছি। এর বাইরে আর কিছু নয়। তবে যদি আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বাধা আসে তাহলে আমরাও কঠোর হবো।

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি আসার খবরে প্রতিবাদ সমাবেশ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ বছর পর কে আসলো কে গেলো আমাদের দেখার সময় নেই। প্রধানমন্ত্রীকে নিয়ে যারা কটূক্তি করেছেন সেই দলের নেতাকর্মী বা তাদের কোনো সমাবেশ হতে দেওয়া যাবে না। নুরুল ইসলাম মনিকে পাথরঘাটার মাটিতে পা ফেলতে দেওয়া যাবে না।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, দেশের দুটি বৃহত্তর দল একই দিন সমাবেশে ডাক দিয়েছে; আমাদের কাছে অনুমতি চেয়েছে। এখন পর্যন্ত আমরা অনুমতি দেইনি। তারপরও যদি আইনকে উপেক্ষা করে কোনো দল সমাবেশের প্রস্তুতি নেয় তাহলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা কঠোর হবো।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়