শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:২২ অপরাহ্ন

নীলফামারীতে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২১ Time View

 

 

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারী জেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে বর্ণাঢ্য র‍্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা শিল্পকলা একাডেমিতে এ সভায় জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির আয়োজনে ও জলঢাকা উপজেলা এবং সৈয়দপুর উপজেলা কমিটির সার্বিক তত্ত্বাবধানে জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আবুল হোসেন শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলমগীর হোসেন গণি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামিলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,জনাব রাবেয়া আলীম এর প্রতিনিধি ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম রাশেদুজ্জামান রাশেদ।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ,জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার,সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সান্ত্বনা চক্রবর্তী,সদর থানা অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম,দৈনিক যুগান্তর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি সৈয়দা রোখসানা জামান সানু,নীল কথা পত্রিকার সম্পাদক মাহবুবুল হক দোদুল,জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ ও সাধারন সম্পাদক আল আমিন,মাই টিভির জেলা প্রতিনিধি, আজিজুল ইসলাম বুলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম,সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি দুলাল সরকার ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী সরকার,কিশোরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সুমন,জলঢাকা জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আল ইকরাম বিপ্লব চিশতি, জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নবীজুল ইসলাম নবীন সহ জেলা ও সকল উপজেলা কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এর আগে পবিত্র কোরআন তেলওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল ইকরাম বিপ্লব চিশতি এবং পরে অতিথিদের হাতে ফুলেল তোরা দিয়ে বরণ করে সভার কার্যক্রম শুরু করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়