শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক‍েরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে তার ক্ষতি হবে না: শাজাহান খান আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র হয়েছে: হানিফ হিন্দি সিনেমায় নৈতিকতা-মূল্যবোধের অভাব রয়েছে: কাজল যার আইনি প্যাঁচে অভিযুক্ত হলেন ট্রাম্প শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ দেশে খাদ্যের অভাব নেই: শিক্ষামন্ত্রী র‌্যাবের নেতৃত্বে উত্তরখানে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সৌদি আরবে সাময়িকভাবে ভারত থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ

নীলফামারীতে জাত হরিজনদের ৮০% কোটা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০ Time View

 

 

 

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি :

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী পদে লিখিত পরীক্ষার ফলাফল বাতিল, বাস্তব অভিজ্ঞতার নিরিক্ষে মৌখিক পরীক্ষার মাধ্যমে এবং জাত হরিজনদের জন্য ৮০% কোটা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুরে চৌরঙ্গীমোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি শ্রী নেগুরাম বাশফোর, সাধারণ সম্পাদক মাসুদ বাশফোর সুমন ও সাংগাঠনিক সম্পাদক অনিল বাশফোর।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ হরিজন জনগোষ্ঠীর বসবাস। বংশ পরম্পরায় পরিচ্ছন্নতা পেশার সাথে যুক্ত থাকার কারনে তাঁরা আজপ্রতি টি জায়গায় বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা বলেন, আমরা মানুষ গুলো না থাকলে পরিবেশ ও স্বাস্থ্য জীবন-যাত্রা অনেকটাই অসচ্চল হয়ে পড়তো। নাগরিক সভ্যতার শুরু থেকে নগরের সুচিতা আনার পবিত্র দায়িত্ব আমরা পালন করে আসছি। অথচ বেঁচে থাকার জন্য নুন্যতম অধিকার থেকে আমরাই বঞ্চিত হচ্ছি। আমাদের এই পেশার কারনে অস্পৃশ্যতার অভিশাপে অন্য কোন কাজে অংশগ্রহন বা কোন প্রকার ব্যবসা করতে পারি না, কারণ আমাদের ছোয়া কোন সভ্য সমাজে লাগানো যায়না। এত কষ্টের মধ্যেও আমরা আমাদের
জীবন-জীবিকা অতিবাহিত করি।

মানববন্ধনে তারা আরো বলেন, স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও স্বাধীনতার স্বাদ এখনো খুজে পাইনি। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাহসী কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য জাত হরিজনদের জন্য ৮০% কোটা সংরক্ষণ নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২০১২ সালের ১০ অক্টোবর জারিকৃত বিজ্ঞপ্তি নং ০৫.০০.০০০০.১৭০.২২.০৩৪.১২-৩১৬। তাঁরা প্রধানমন্ত্রীর আদেশকে অবজ্ঞা করে আজ কিছু কিছু প্রতিষ্ঠান পরিচ্ছন্নতাকর্মী পদের নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি করে হরিজনদেরকে বঞ্চিত করছে।

তারা বলেন, ইতিমধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৬৪ জন পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে গত ২১শে জানুয়ারী/২৩। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল লিখিত পরীক্ষা গ্রহন করে পরিছন্নতা পদের প্রার্থীকে অষ্ঠম শ্রেনী পাশ করতে হবে। কিন্তু জাত হরিজনদের মধ্যে শিক্ষার অভাব থাকা স্বত্বেও যারা অষ্ঠম শ্রেণী পাশ ছিল তাদের মধ্যে শতশত বেকার হরিজন আবেদনের মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেন। পরীক্ষা কেন্দ্রে দেখা যায় এমন প্রশ্ন ছিল যা বিসিএস এর সমতুল্য এই প্রশ্নের উল্টর দেয়া ২০/২৫ বছর পূর্বেও পড়ায় হরিজনদের মধ্যে ছিল না। পরীক্ষার স্বাক্ষর সিটে অন্যান্য কোটা থাকলে হরিজন কোটা ছিল না।

এই নিয়োগে ৬৪ জনের নিয়োগ দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় দেখানো হয়েছে ৬৭ জনকে। কিন্তু জাত হরিজন পরীক্ষায় কৃতকার্য্য হয়েছে মাত্র ৪জন। বক্তারা বলেন, এটা নিয়োগ নয় “শুভম্ভকরের ফাকি” তাই আমাদের দাবি এই লিখিত পরীক্ষা
বাতিল করে পরিছন্নতাকর্মী পদের নিয়োগে লিখিত পরীক্ষা শিতিল করে অষ্ঠম শ্রেণীর অনুকুলে পরীক্ষা গ্রহন করে জাত হরিজন কোটা নিশ্চিত করে যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

তাদের দাবি না মানলে আগামীতে সারাদেশব্যাপী কর্মসূচি ও আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়