নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি :
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৩শে মার্চ) দিনব্যাপী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নীলফামারী সরকারি হাই স্কুল মাঠে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করে চেতনা একাত্তর, সাবাস বাংলাদেশ, স্মৃতি অম্লান, স্বাধীনতা স্তম্ভ এই চারটি দল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ও পরিচালনা করেন নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম।
চেতনা একাত্তর স্মৃতিঅম্লানকে ২৭ রানে পরাজিত করে বিজয়ী হয়। সাবাস বাংলাদেশ স্বাধীনতা স্তম্ভকে ২৪ রানে পরাজিত করে বিজয়ী হয়। চেতনা একাত্তর ও সাবাস বাংলাদেশ উক্ত খেলায় ফাইনালে উঠে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply