নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলায় নতুন করে ২ জিআরপি পুলিশ সদস্য সহ আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার(৩জুন)রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৩ জন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরিত ৩০ মের নমুনা পরীক্ষায় বুধবার সন্ধ্যায় জেলার সৈয়দপুর উপজেলা শহরে দুই জিআরপি পুলিশ সহ ৪ জন, জেলা সদরে ১ ও কিশোরগঞ্জ উপজেলায় ১ জন সহ ৬ জনের করোনা পজিটিভ তথ্য আসে।
এ নিয়ে জেলার ৬ উপজেলায় ১৫৩ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে জেলা সদরে ৫৪,সৈয়দপুরে ২৭, ডোমারে ২৩, জলঢাকায় ২০,ডিমলায় ১৭ ও কিশোরগঞ্জে ১২ জন।
মৃত্যুবরন করেছেন ৪ জন এবং চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply