মোহাম্মদ আলী সানু, নীলফামারী প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে, নীলফামারীর ডিমলা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা এর সহায়তায় হেরিং বোন বন্ড ও গাডার ব্রিজ নির্মাণে খুশি এলাকাবাসী।
গ্রামীন অবকাঠামো উন্নয়নের ধারা বিশেষ, উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন, হাজী জহরওল্ল্যাহ স্কুলের উত্তর পার্শ্বে, পাকা রাস্তা নিকট হতে শুরু করে পূর্ব দিকে ত্রাণের ব্রিজ পর্যন্ত (১০০০ মিটার) গ্রামীন মাটির রাস্তা সমুহ( টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন বন্ড ( এইচবিবি) করন (২য় পর্যায়) প্রকল্প ২০২১-২২ অর্থ বছরে ৫৬.৩৬.৮০০টাকা ব্যয়ে হেরিং বোন বন্ড রাস্তার কাজ সমাপ্ত করা হয়েছে এবং ৫৬ লক্ষ টাকা ব্যয় গাডার ব্রিজ নির্মাণের কাজ চলছে।
এ বিষয়ে ওই এলাকার সমাজ সেবক আনিসুর রহমান,মশিউর রহমান,মনা কিশর রায়,মফিজ উদ্দিন ও নুরুজ্জামানের সঙ্গে কথা হলে তারা বলেন, আমাদের এ প্রত্যন্ত অঞ্চলের মিঠু পথ স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময় গুলোতে কেউ এ সবের প্রতি চোখ দেয়নি। কাদামাটি ও ধুলো মাখা শরীর নিয়ে চলাচলে সীমাহীন কষ্ট ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের এই কষ্ট লাঘব করায় স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার কে এই এলাকার পক্ষ থেকে জানাচ্ছি সাধুবাদ।
এ ব্যাপারে আরো কথা হয় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা কর্মকর্তা মেজবাহুর রহমান এর সঙ্গে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে যেমন স্বাধীনতা রক্ষা করা কঠিন, তেমনি রাস্তা যেমন করা হয়েছে তা রক্ষা করা ওই এলাকায় মানুষের দায়িত্ব বলে আমি মনে করি। এতে আরো কথা হয় উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম এর সঙ্গে তিনি বলেন, রাস্তার আয়ুষ্কাল নির্ভর করে, এলাকার মানুষের সচেতনতার উপরে। রাস্তার ধারন ক্ষমতার ওপর বোঝা বহন করা দরকার। আশা করি তারা এই বিষয় গুলো দিকভাল করবেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply