Amar Praner Bangladesh

নীলফামারীর ডিমলায় জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি মূলক সভা

 

 

নীলফামারী প্রতিনিধিঃ

গত ২৩ শে আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোম্বর আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নিবার্চনী প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন নীলফামারীর ডিমলা উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা সহ ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।

১০ সেপ্টম্বর (শনিবার) দুপুরে উপজেলার নাউতারা গালর্স স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

অনুষ্টানে সভাপতিত্ব করেন ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী বর্তমান প্রশাসক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী,৭ নং খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার, নাউতারা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট নুরুল হক,মোশাররফ হোসেন মিন্টু উপজেলার মুক্তিযোদ্ধা পরিষদ সহ আরও অনেকে।