নবীন, নীলফামারী প্রতিনিধি :
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় শিক্ষক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭-অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন শেষে ডিমলা বিজয় চত্তরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দিকা, ইউএনও বেলায়েত হোসেন, ডিমলা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, ওসি তদন্ত বিশ্বদেব রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন- সু-শিক্ষিকায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।
Leave a Reply