মোহাম্মদ আলী সানু, নীলফামারী প্রতিনিধি :
স্মার্ট নাগরিক গড়তে স্কাউটিং, এই শ্লোগান কে সামনে রেখে ডিমলা উপজেলা স্কাউটের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ১২ তম উপজেলা স্কাউটস সমাবেশ-২০২৩ এর সমাপনী ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার রাত সাড়ে ৮টায় নাউতারা আবিউন নেছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে এই সমাবেশের সমাপ্ত হয় ।
উপজেলা স্কাউটের সহ-সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ৪ দিনব্যাপী এ সমাবেশের আনুষ্ঠানিক ভাবে গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছিল।
সমাপনি অনুষ্ঠানেও ডিমলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট ডিমলা উপজেলার সহ-সভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি লাইছুর রহমান।
ডিমলা উপজেলার সাতজান রথ বাজার সরকারীর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,ও উডব্যাজার সহযোগী সদস্য, ফাহমিদা পারভিন এর সঞ্চালনায়, উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, নাউতারা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, উপ-পরিচালক জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র দেবিগঞ্জ পঞ্চগড় আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল ও ডোমার উপজেলার একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, কমিশনার বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলার বিনয় কুমার রায়, ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাংলাদেশ স্কাউটস, প্রশাান্ত কুমার দত্ত, এছাড়াও বক্তব্য রাখেন, নাউতারা আবিউন নেছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও জেলা সহকারী কমিশনার নাসিরা আখতার।
বক্তব্য শেষে মহাতাঁবুজলসায় আগুন প্রজ্জলন আতশবাজী, সাংস্কৃতিক সন্ধ্যা মহাতাঁবুজলসা উপভোগ করেন অতিথি বৃন্দরা। এছাড়াও বিভিন্ন স্কাউট বন্ধুদের অংশগ্রহণে নৃত্য, অভিনয়, দেশত্ববোধক গান, ইত্যাদির মাধ্যমে ১২ তম উপজেলা স্কাউট সমাবেশ ও মহাতাঁবুজলসার পর্দা নামে ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply