মোহাম্মদ আলী সানু, নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চারটি ডিভিশনের মধ্যে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড ডিভিশনের আওতায় ২০২৩ অর্থবছরে রবি মৌসুমে ৬০০০ হেক্টর জমিতে পানি সেচের সুবিধা পাচ্ছেন কৃষকরা। ক্যানেলের সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন কালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহবুর রহমান এসব কথা বলেন।
শুক্রবার সকালে প্রধান প্রকৌশলী উত্তরাঞ্চল, বাপাউবো রংপুর আয়োজনে ডালিযা খালিশা চাপানী টি১টি ক্যানেলে এ নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী রংপুর জোন, মাহাবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর সার্কেল ২ আবু তাহের, মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা রংপুর আব্দুল হাকিম, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ডালিয়া বাপাউবো নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা, উপবিভাগীয় প্রকৌশলী অমিতাভ চৌধুরী সহ সকল উপসহকারী প্রকৌশলী ও কর্মচারীগণ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply