নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী সদর উপজেলায় বাসের ধাক্কায় এজাজুল হক শাহ্ ফকির নামে এক বাইসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের হাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এজাজুল হক শাহ্ ফকির সদর উপজেলার টেক্সটাইল পিলারের বাজার এলাকার জজ শাহ্ ফকিরের ছেলে।
জানা যায়, নাদের পরিবহনের একটি বাস নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় পেছন থেকে ঐ সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নীলফামারীর উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সার্ভিস। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি মোক্তারুল আলম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply