নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি :
মাসব্যাপী কনজুমার প্রোডাক্টের স্বাশ্রয়ী মূল্য এবং নিশ্চিৎ পুরস্কারের অফার নিয়ে বাজারে এসেছে নীলসাগর গ্রুপ(কনজুমার প্রোডাক্ট)। মাত্র ৪০০ টাকার প্রোডাক্ট ক্রয়ে ক্রেতার জন্য ঘোষণা করা হয়েছে নিশ্চিৎ পুরস্কার।
শনিবার (৬ মে) দুপুরে নীলফামারী শহরের উকিলের মোড়ে নীলসাগর গ্রুপের কনজুমার ভ্রাম্যমাণ গাড়ি থেকে ৪০০ টাকার প্রোডাক্ট ক্রয় করে হোটেল শ্রমিক জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি ২১ ইঞ্চি এলইডি টিভি তাৎক্ষনিক পুরস্কার জিতে নিলেন।
গত বুধবার বিকালে লাখোপতি অফার নামে ওই কর্মসূচির উদ্ধোধন করেন নীলসাগর গ্রুপের উপদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আফজালুল হক।
গ্রুপের পরিবহন কার্যালয়ে ফিতা কেটে ওই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবীব, গ্রুপের কনজুমার প্রোডাক্টের মহাব্যবস্থাপক হাফিজুর রহমান, ক্রয় বিভাগের প্রধান আরিফুর রহমান, সুজন পোল্ট্রি ফিস কেয়ারের ব্যবস্থাপক আওরঙ্গজেব সুজন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply