আরিফ হোসেন :
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় স্থানীয় এক মিলনায়তনে নোয়াখালীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কান্ডারী সাহিত্য সাংস্কৃতি সংসদ কর্তৃক সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের মিলনমেলা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ‘২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসিমুল গনী চৌধুরী মহল। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাণ্ডারীর চেয়ারম্যান আরিফুর রহমান। আরো উপস্থিত ছিলেন কাণ্ডারীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম। সংগঠনটির সহকারী পরিচালক আশ্রাফ বিন আলী পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কান্ডারীর পরিচালক আবু জাফর পিয়াস।
উল্লেখ্য যে সীরাতুন্নবী (সঃ) উপলক্ষে অনুষ্ঠিত হামদ নাত ও কেরাত প্রতিযোগিতা এবং অনলাইন ভিত্তিক ইসলামিক গান ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে, উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগত অর্থ, ক্রেস্ট, সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, অপসংস্কৃতির বিপরীতে ইসলামী সাংস্কৃতি চর্চায় তরুণদের আরো অগ্রগামী হতে হবে এবং সুস্হ সংস্কৃতিকে সবার দ্বারে পৌঁছে দিতে দক্ষ কারিগর তৈরি করতে হলে শিল্পী, অভিভাবক, প্রশিক্ষক, পরিচালনা পরিষদসহ সকলকেই সমানভাবে কাজ করে যেতে হবে।”
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply