নোয়াখালী প্রতিনিধি :
জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ, অপসংস্কৃতি রোধে বাঙ্গালির হৃদয়ের স্পন্দন লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে গত মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপি লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার রাত ১০টায় বেগমগঞ্জের চৌমুহনী পাবলিক হল চত্ত্বরে এ উৎসব সম্পন্ন হয়েছে। এর আগের দিন মঙ্গলবার বিকেলে ওই ন্থানে এ উৎসব এর উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় সভাপতি ও বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী-০৩ (বেগমগঞ্জ) আসন এর সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা.এবিএম জাফর উল্লাহ, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটি এম এনায়েত উল্লাহ, সহকারী কমিশনার(ভুমি)বেগমগঞ্জ কে, এম. ইয়াসির আরাফাত,বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবদুর রহিম ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবুল ফারাহ পলাশ। আরো বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনসার্জ (ওসি) সাজেদুর রহমান সাজিদ, জেলা আওয়ামীলীগ নেতা বাবু বিনয় কিশোর রায় ও বাবু তপন চন্দ্র মজুমদার, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা জালাল আহাম্মদ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। বক্তাগন বলেন জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে বাঙ্গালির হৃদয়ের স্পন্দন লোক সাংস্কৃতির ভুমিকা খুবই গুরুত্বপুর্ন। উক্ত উৎসবের উভয় দিনে কণ্ঠশিল্পী সুনিল কর্মকার ও গায়ক বেলাল হেসেন সহ চৌমুহনী মল্লিকা খেলাঘর আসরের বিশিষ্ট লোক সংঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধ বিষয়ক ও জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন গান পরিবেশন করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply