বশির আলম, টঙ্গী :
গাজীপুরে শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৯ তম, শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভা অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন,জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন,এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাঁচটি নির্বাচনের মধ্যে সর্বপ্রথম অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। যেকোনো মূল্যেই গাজীপুরে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে । সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। টঙ্গী থানা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক সভায় থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপি,কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি মো.আব্দুল মতিন মাস্টার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান বাবু, কাজী মঞ্জুর, টঙ্গী কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, মেহেদী হাসান শিশির, ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি শাহজাদা সেলিম লিটন প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply