মোঃ হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে অমরখানা ইউনিয়নের সোনারবান গ্রামের মোঃ মসলিমের পুত্র মোঃ ইমরান হোসেন (২৩) ঢাকায় কাজ করতে গিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে নোয়াখালীর মেয়ে মোছাঃ স্বপ্না বেগম (১৯) কে আড়াই বছর পূর্বে বিয়ে করে। তারপর ইমরান হোসেন স্বপ্নাকে নিয়ে পঞ্চগড় তার নিজ বাড়ীতে সংসার জীবন শুরু করে। এরই মধ্যে স্বপ্নার একটি পুত্র সন্তান হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মাছ রান্না নিয়ে স্বপ্না ও তার শ্বাশুড়ীর সাথে কথাকাটি হয়। এনিয়ে রাতের বেলা কি হয়েছে তা এলাকাবাসী আর কিছুই বলতে পারে না। হঠাৎ করে আজ বৃহস্পতিবার সকাল ৭টার সময় ইমরানের বাড়িতে কান্নাকাটি শুনতে পেয়ে এলাকাবাসী গিয়ে দেখতে পায় স্বপ্নার ঝুলন্ত মৃত দেহ। স্বপ্নার শ্বাশুড়ী ও বাড়ির লোকজন জানায় স্বপ্না গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে এলাকার মেম্বার হাই-এর সাথে কথা বললে তিনি জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
আমাকে জানানো হয়েছিল তবে কিভাবে স্বপ্না কিভাবে মারা গিয়েছে তা খুটিয়ে দেখা হয় নাই। এলাকার ইউ.পি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু এর সাথে মোবাইল ফোনে বিষয়টির সত্যতা জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ঘটনার সত্যতা যাচাই করে পোস্টমার্টাম রিপোর্ট অনুযায়ী খবরের কাগজে রিপোর্ট করতে পারেন। পুলিশ খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসে এবং একটি ইউডি মামলা হয়েছে মর্মে জানান পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply