মো: হারুন অর রশিদ পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ে প্রেট্রোল পাম্পের ছাদ ধসে লিটন (৩৫), বাবু (২৬) ও সাজু (৩৫) নামে তিন শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ৬ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিনজন জেলা শহরের পূর্ব জালাসীর আক্কাস আলীর ছেলে গোলাম মাওলা লিটন, চাঁন পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু ও পৌরসভার দর্জিপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজু। বুধবার (৭ মার্চ) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধনীপাড়ায় পঞ্চগড় ফিলিং স্টেশন নামে নির্মাণাধীন একটি প্রেট্রোল পাম্পের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন সময়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ জানান, দুপুরে ওই ফিলিং স্টেশনের সামনের অংশের ঢালাই চলার সময় ছাদটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক সেখানে চাপা পড়ে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চাপা পড়া ৯ জন শ্রমিককে উদ্ধার করে। এদের মধ্যে ৩ জন মারা যায়। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আযম আনুষ্ঠানিক ভাবে বিকেল ৬টায় ঘোষণা দিয়ে বলেন, এখানে আর কোন প্রাণের অস্থিত নেই। সেই ক্ষেত্রে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হলো। এবং এই স্থানে কিছু স্থাপনা ঝুকিপূর্ণ থাকায় এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। অপরদিকে, ফায়ারসার্ভিসের আঞ্চলিক সহকারী উপ-পরিচালক জনাব আনিছ (দিনাজপুর) উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করে জানান, এখানে আর কোন প্রাণের অস্থিত না থাকায় উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হলো। উক্ত নির্মাধীন পঞ্চগড় ফিলিং ষ্টেশন এর ছাদ ধসের পড়ার ঘটনায় জেলা প্রশাসন কর্তৃক এডিসি রেভিনিউ কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অদ্য ৮/৩/২০১৮ইং তারিখ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করবেন। তদন্ত কমিটির প্রধান এডিসি রেভিনিউ জানান আমরা তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করব। এলাকাবাসীরা এই নিহতের ঘটনায় পেট্রল পাম্পের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ট বিচার ও শাস্তী দাবী করেন। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ জানান এ পর্যন্ত এই নিহতের ঘটনার কোন মামলা হয়নি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply