মো: হারুন রশিদ, জেলা প্রতিনিধি: পঞ্চগড় বোদায় শিশু অপরহনের অভিযোগ। জানা যায় মানিকপীর হাজীপাড়া গ্রামের মো: তোয়াবুর মোয়াজ্জেনের কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) সে প্রতিদিনের মত নিয়মিত মানিকপীর ফাজিল ড্রিগ্রি মাদ্রারাসায় লেখাপড়ায় করে আসছিল। এলাকা সূত্রে জানাযায় মানিকপীর এলাকায় কাদিয়ানি সম্প্রদায়ের দেলোয়ারের ইট ভাটায় মৃত মোহাম্মদ আলীর বোখাটে পুত্র ইয়ামিন কাদিয়ানি গ্রাম শালশিরি ফুলতলা বেংহাড়ি ইউনিয়নের বসবাসকারী। এই ইয়ামিন কাদিয়ানি প্রেমের লোভ লালসা দেখিয়ে ঐ নাবালিকাকে গত সোমবার ০৫/০৩/২০১৮ইং তারিখে তাকে নিয়ে উধাও হয়ে যায়। অনেক খোজা খুজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে ঐ নাবালিকার বাবা প্রত্যক্ষদর্শিদের কাছ থেকে জানতে পারে দেলোয়ার কাদিয়ানির ইট ভাটার মিস্ত্রি ইয়ামিন মেয়েটিকে নিয়ে পালিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে এলাকায় জানাজানি হলে বিষয়টি বেংহাড়ি পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান তোয়াবুর মোয়াজ্জেনকে আইনের সাহায্য নিতে পরামর্শ প্রদান করেন। বিষয়টি নিয়ে এলাকার ভাটার মালিক দেওলায়ার কাদিয়ানি, ইউ,পি সদস্য তসলিম ও সাবেক ইউ,পি সদস্য মনছুর এরা তিন জন অপহরন বিষয়টিকে নিয়ে বিভিন্ন তালবাহানার কারনে বিষয়টি ২ দিন অতিবাহিত করেন। পরে নাবালিকার বাবা তার মেয়ে হারানোর বেদনা সহ্যকরতে না পেরে বোদা থানায় গিয়ে একটি অভিযোগ করেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply