মোঃ মনিরুজ্জামান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : গত সোমবার পতœীতলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন করলেন হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। তিনি দিনব্যাপি উপজেলার বন্যা দুর্গত এলকার পাটিচরা, নজিপুর, কৃষ্ণপুর, ঘোষগনর, আমাইড় ইউনিয়নের বিভিন্ন আশ্রায় কেন্দ্রে গিয়ে দুর্গত মানুষের মাঝে ওই ত্রান বিতরন করেন। সকাল ১০টায় পাটিচরা ইউনিয়নের কাশিপুর আশ্রয় কেন্দ্রে তিনি দুর্গত মানুষের উদ্দেশ্যে বলেন মনে সাহজ রাখুন আওয়ামীলীগ সরকার দুর্গত মানুষদের পাশে আছে। এসময় পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার অব্দুল মালেক, পতœীতলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার ঘোষ, সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার, পতœীতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা শাহ্ চৌধুরী, পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হানুল আলাম উপস্থিত ছিলেন। অনুসন্ধানে জানা গেছে উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত এলাকায় গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কয়েকটি দুর্গত এলাকায় ঘুরে দেখা যায় মানুষ তাদের গোবাদী পশু নিয়ে খাদ্য যোগাতে বিপাকে পড়েছেন। বন্যার কারনে গোচারন ভূমি তলিয়ে যাওযায় গো-খাদ্যের তীব্র সংকট হয়। আকাশ ছোঁয়া দামে খড় এবং অন্যান্য দ্রব্যাদি ক্রয় করে ওই সব গবাদী পশু পালন করা গঠিন হয়ে পড়েছে। স্থানীয় হাটগুলোতে পশু আমদানি বেড়েছে এবং দাম ও ক্রেতা কম বলে যানা গেছে।
Leave a Reply