অগ্নী নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মক ড্রিল ২০১৭ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেকশন-১২,পল্লবীর ডি ব¬ক ঈদগাহ্ মাঠে,মিরপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিরপুর ১৬ আসনের মাননীয় এমপি ও সংসদ সদস্য জনাব আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ আমন্ত্রিত ছিলেন। এছাড়া আরো উপন্থিত ছিলেন জনাব মোঃ জুয়েল হোসেন জয়, সভাপতি -বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ পল্লবী থানা। উপস্তিত ছিলেন থানা কমিটির উপদেষ্টা হাজী মোরশেদ আলম, জনাব জাকির হোসেন (জাকির), সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ, ঢাকা মহানগর উত্তর। মোঃ মোকছুদুল আলম (খোকন), যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ, ঢাকা মহানগর উত্তর, থানা কমিটি মহিলা সম্পাদিকা-রাশিদা বেগম। আরোও ছিলেন আওয়ামী অঙ্গসংগঠের নেতা কর্মীবৃন্দ। অনুষ্ঠানের প্রাণকেন্দ্র হিসাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মিছিলে মুখরিত করে তুলেন শত শত নারী পুরুষ আর ঝাকে ঝাকে তরুণদের দল। বাস্তহারা লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন জয় এর নেতৃত্বে মিছিল আর স্লোগান পরিপুর্ণ করে তুলে অগ্নী নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মক ড্রিল ২০১৭ইং এর অনুষ্ঠানটি। অনুষ্ঠানে দেখানো হয়েছে আগুন লাগলে বা ভূমিকম্প হলে কি করনীয়, আপনার আশ পাশের মানুষের পাশে সহযোগিতা করবেন কিভাবে, দেখানো হয়েছে উচু ইট বালু সিমেন্টের তৈরী ছয় তলা ভবন থেকে কি ভাবে ফায়ার সার্ভিস কর্মিরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বিপদে নিজেদের তারা বিলিয়ে দেয়।। দেখানো হয়েছে ঘর বাড়ীতে আগুন ধরলে ফায়ার সার্ভিসের কর্মী তা কিভাবে নিয়ন্ত্রণ করেন এবং সাধারণ মানুষ ভূমিকম্প হলে যেন শান্তভাবে উপর থেকে নিচে সতর্কতার সাথে বেরিয়ে আসতে পারে। সন্ধা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত সঙ্গীত শিল্পীরা নাচে গানে মাতিয়ে তুলেন। নাচ-গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply