আব্দুল হাসিব পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিরিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বাগজানা ইউনিয়ন আ.লীগের অফিস ভেঙ্গে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল আলম। গতকাল বিকেলে উপজেলা রামভদ্রপুর মোড়ের হাট এলাকায় নব-নির্মিত আ.লীগের এ অফিস ভেঙ্গে দেওয়া হয়।
স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল বলেন, রামভদ্রপুর মোড়ের হাটে একটি পরিত্যক্ত ফাঁকা জায়গাতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ অফিসটি উদ্বোধন করা হয়েছিল।
কিন্তু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল আলম আমাদেরকে কোন নেতাকর্মীদের কোন রকম নোটিশ না দিয়ে কাওকে না জানিয়ে ২৩-০৩-২০১৯ ইং তারিখ শনিবার বিকেল ৫ টার দিকে এসে অফিসটি ভেঙ্গে দিয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলম বলেন, আমি আ.লীগের কোন অফিস ভেঙ্গে দেয়নি। মোড়ের হাটের ওখানে ফাঁকা জায়গাতে একটি টিউবওয়লের উপর টিনের ছাউনি দিয়ে একটি অফিস ঘর নির্মান করে আ.লীগ অফিস হিসেবে নাম দিয়েছে। আমি সে টি অপসারণ করেছি।এদিকে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের দলীয় অফিসগুলো সাধারণত সরকারি ফাঁকা জয়গাগুলোতেই বেশী হয়। আমরা তেমনই ভাবে ওখানে ফাঁকা জায়গা দেখে অফিস করেছি। আমরা দল করি, দলকে মনের ভিতরে লালন করি। আমাদেরকে কোন নোটিশ না দিয়ে বা কোন ভাবেই না জানিয়ে দলীয় কার্যালয়টি ভাংচুর করে এবং জাতীর জনক বঙ্গবন্ধুর ছবি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ একটি সাইন বোর্ড উপরে ফেলে দেয় এবং টিনসহ আসবাববপত্র ক্ষতিগ্রস্থ করে বলে অভিযোগ করে হাবিবুর রহমান হাবিব এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিচার দাবী করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply