Amar Praner Bangladesh

পাঁচবিবিতে ৩৩ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান

আব্দুল হাসিব, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা কড়িয়া ও জয়দেবপুর গ্রামের সোমবার বিকালে শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু, জেলা আঃলীগ সহ-সভাপতি সানোয়ার হোসেন মন্ডল, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আঃলীগ যুগ্ন- সম্পাদক জাহিদুল ইসলাম বেনু, পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এজিএম মো: আলমঙ্গীর হোসেন, ইউপি সদস্য আলাল উদ্দিন, মজিবর রহমানসহ অনেকে। এজিএম বলেন সরকারের অর্থায়নে প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে এসব পরিবারের মাঝে আজ থেকে নতুন বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে।