রিয়াজ রহমান ও আলামিন তালুকদারঃ
রাজধানীর উত্তরার বিআরটিএ দালালদের নিয়ে ২৯ এপ্রিল প্রাণের বাংলাদেশের নিউজের ভিত্তিতে বিআরটিএ আদালত ৭ এর ম্যাজিষ্ট্রেট আব্দুর রহমান সুজন দালাল নিধন কার্যক্রম চালায় এতে ৪জন দালালকে আটক করে (১) অন্তর চন্দ্র দত্ত (২) ওমর ফারুক (৩) কবির ও রাজু নামের দালালদেরকে ৭ থেকে ১০ দিনের সাজা দেন বিআরটিএ ৭ এর আদালত একজনকে ১ হাজার টাকা জরিমানা করে ছেরে দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৭ এর ম্যাজিষ্ট্রেট বলেন আমাদের দালাল ধরার অভিযান অব্যাহত থাকবে, পর্যায়ক্রমে দালালদের মূল হোতাদেরও ধরা হবে। মটরযান পরিদর্শক ফিটনেস ইকবাল বলেন দালালরা আমার সাইন ও সিল মহর নকল করে বিআরটিএ এর গ্রাহকদের সাথে প্রতারনা করে আসছে।
বিআরটিএ ৭ এর আদালত জেল জরিমানা করে তুরাগ থানার এসআই মহসিনের নিকট আসামীদের বুঝিয়ে দেয়।
Leave a Reply