মোঃ শাকিল আহমেদ , বরগুনা :
বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নে রুহিতা গ্রামে দোকানের মালামাল চুরির দায়ে দুই যুবককে পিটিয়ে ও মাথা ন্যাড়া করে দিয়েছে স্থানীয় লোকজন। ওই দুই যুবকের নাম মো. আরিফ ও সুনাম গাজী।
জানা যায়, পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা আপগ্রেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জসিমের মুদি দোকান থেকে গতরাতে সকল মালামাল চুরি করে নিয়ে যায়।
সোমবার (১৫ মে) সকাল সাড়ে আটটার দিকে চোরাই মালামাল পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মো. জাকিরের দোকানে বিক্রি করতে গেলে ঘটনা জানাজানি হয়।
পরবর্তীতে চুরি হয়ে যাওয়া দোকান মালিক জসিম খবর পেলে এলাকার লোকজন নিয়ে আরিফ ও সুনাম গাজীকে আটক করে।
পরে মারধর করাসহ তাদের মাথার বিভিন্ন অংশ থেকে চুল কেটে ন্যাড়া করে দেয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা চোরাইকৃত মালামালসহ চুরির সাথে জড়িত থাকা ওই দুই যুবককে উদ্ধার করে সদর ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাথরঘাটা থানায় হস্তান্তর করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply