পাথরঘাটা,বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গত কাল সোমবার (২১ আগস্ট) গভীর রাতে কাকচিড়া, রায়হানপুর ও নাচনাপাড়ায় এ অভিযান চালানো হয়।
এ সমায় শতকর-বেতমোর গ্রামের মো. আবেদ আলী জোমাদ্দারের ছেলে মো. ইউসুফ আলী জোমাদ্দার (২৫), একই গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২০) ও নাচনাপাড়া ইউনিয়নের মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. আলমাছ (২২) ও কড়ইতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে নুর আলম (২৭) কে আটক করা হয়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শতকর-বেতমোর গ্রামে অভিযান চালিয়ে বিক্রি করার সময় বাড়ির সামনে থেকে ২৬ পিস ইয়াবাসহ ইউসুফ ও তারিকুলকে আটক করে।
পরে তাদের দেয়া তথ্য মতে নাচনাপাড়া ইউনিয়নের আলমাচ ও কড়ইতলা গ্রামের নুর আলমকে (২৭) ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটক যুবকদের বিরুদ্ধে পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এস.আই) মো. ইদ্রিস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়ছে।
Leave a Reply