নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী ঢাকার জলাবদ্ধতা একটি বিরাট সমস্যা। যা সমাধানে কার্যত ব্যর্থ হয়েছে ঢাকা ওয়াসা। তাই শহরের পানি নিষ্কাশনের দায়িত্ব রাজধানীর দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। এর মধ্য দিয়ে দীর্ঘ তিন দশক পর এই দায়িত্ব সিটি করপোরেশনকে দেয়া হলো।
৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা ওয়াসার সঙ্গে দুই সিটি করপোরেশনের এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ঢাকা ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ঢাকা উত্তর সিটি করপোশেনের (ডিএনসিসি) পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন উল্লাহ নুরী স্বাক্ষর করেন।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরকে আধুনিক এবং দৃষ্টিনন্দন করতে হলে বেদখল এবং হারিয়ে যাওয়া খালগুলোকে উদ্ধার, সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ১৯৮৮ সালের আগে ঢাকার খালগুলো তদারকি করত তৎকালীন ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন। কিন্তু কিভাবে ওই খালগুলো ওয়াসার কাছে গেল তার সঠিক কারণ জানা যায়নি। তাই এতোদিন খালগুলো রক্ষণাবেক্ষণে অনেকটা সমন্বয়হীনতা ছিলো।
তিনি আরো বলেন, এখন ঢাকার ২৬টি খাল ওয়াসার কাছ থেকে ডিএনসিসি এবং ডিএসসিসির কাছে হস্তান্তর করা হয়েছে। সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই দুটি করপোরেশন করবে। এতে নগরে আর জলাবদ্ধতা হবে না।
মূলত দীর্ঘদিন ধরেই রাজধানীর জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশন পরস্পরকে দোষারোপ করছে। কারণ রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা এতদিন ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের হাতে ন্যস্ত ছিলো। সিটি করপোরেশন উন্মুক্ত ড্রেনের রক্ষণাবেক্ষণ, মেরামত ও নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছিলো।
এদিকে ঢাকা ওয়াসার দায়িত্ব ছিল ভূগর্ভস্থ স্টর্ম স্যুয়ারেজ ডেন নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও মেরামত। কিন্তু এতে করে রাজধানীর জলাবদ্ধতার সমস্যা সমাধান না হয়ে, তা আরো বাড়ে। তাই সরকার শহরের পানি নিষ্কাশনের দুই সিটি করপোরেশনকে দিলো।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply