Amar Praner Bangladesh

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দলিতদের জীবন মান উন্নয়নে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত

এ এইচ লিটন পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
পীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী দলিতদের জীবন মান উন্নয়নে মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইএসডিও সংস্থার পার্টনারশীপ “উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্ম আয়োজনে এ্যাডভোকেসি সদস্য মোঃ হাফিজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায় হান শাহ্। উক্ত আলোচনা সভার কার্যক্রম বিবরণীতে জানা যায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর অধিকার ভিত্তিক ও স্থায়ীত্বশীল উন্নয়ন নিশ্চিত করনের লক্ষ্যে নেটওর্য়াক অফ নন-মেইনস্ট্রিমড মারজিনালাইজড কমিউনিটিজ (এনএনএমসি) ফাউন্ডেশন হেকস/ইপার এর সহায়তায় অধিকার ভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত করছে। বিগত ২০১৩ খ্রিঃ থেকে উত্তরাঞ্চলের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তৃণমূল পর্যায়ে দলিত ও ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীকে সচেতনতা তৈরী,অধিকার রক্ষা, নেটওর্য়াকিং করা, সেবা দাতা ও সেবা গ্রহীতার মধ্যে সেতু বন্ধন তৈরি, সমমননা সংগঠন, লিংকেজ স্থাপন ও সামাজিক সুরক্ষা প্রকল্প সহ সেবা সমূহে প্রবেশাধিকার অভিগম্যতা নিয়ে এনএনএমসির কাজের মূল শ্রোতধারায় উপজেলা এ্যাডভোকেসি প্লাটফর্ম কাজ অভ্যাহত রয়েছে। অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায় হান শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, বীরমুক্তি হাফিজুল ইসলাম, রংপুর বিভাগীয় এ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, ইএসডিও টেকনিক্যাল ম্যানেজার রওশন জামান চৌধূরী, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, পৌর কাউন্সিলর সেলিনা বেগম, সদস্য ববিতা রানী, স্থানীয় গনমাধ্যম কর্মী ও এ্যাডভোকেসির উন্নীত সদস্য দৈনিক সমকাল প্রতিনিধি মোকাদ্দেশ হায়াত মিলন, পীরগঞ্জ রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক এ এইচ লিটন, উপজেলা প্রেসক্লাব সভাপতি গীতিগমন চন্দ্র, দৈনিক যুগান্তর প্রতিনিধি বুলবুল আহমেদ প্রমুখ।