নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীতে ভূয়া পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আক্কাস আলীর কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনতাই করার সময় নরসিংদী পৌরসভার বৌয়াকুড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো নরসিংদী আওয়ামী লীগের সহ-সভাপতির ছেলে নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভুইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মাধবদী টাটাপাড়া এলাকার শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগকর্মী মাধবদীর বিরামপুর এলাকার তানভীর আহমেদ (৩০) ও বলভদ্রী এলাকার কামরুল হাসান মুহিত (২৯)।
এদের মধ্যে রেহানুল ইসলাম ভূইয়া লেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে ও প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, আমি ও আমার আব্বা আমাদের সাহেবপ্রতাপের বাড়ি থেকে গ্রামের বাড়ি বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশা করে যাচ্ছিলাম। বৌয়াকুড় এলাকায় পৌঁছলে দুইটি মোটরসাইকেলে করে ৪ জন লোক এসে আমাদের গতিরোধ করে। এ সময় তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে আমাদেরকে পুলিশের পরিচয়পত্র দেখায়। পরে পিস্তল বের করে আমাদেরকে পিস্তলের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমরা তানভীর ও শোয়েব নামে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে ডাক-চিৎকার শুরু করলে বাকি দুজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়। এ সময় লেলিন ও মুহিত ছিনতাইকারীদের ছাড়াতে এলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে । এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ও জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আটককৃত ব্যক্তিদের দেওয়া তথ্যমতে টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে আরও কিছু সময় লাগবে। ধারণা করা হচ্ছে এই চক্রের সঙ্গে কমপক্ষে ৩০ জন সদস্য রয়েছে। তাদের সবাই নিকট অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
এ মুহূর্তে তারা আটককৃত ছিনতাইকারীদের নিয়ে বাকিদের ধরতে পুলিশ অভিযানে রয়েছেন বলেও জানান তিনি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply