সামছুদ্দিন জুয়েল :
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্টো থানার ৪০নং ওয়ার্ডে বিভিন্ন এলাকার অসহায় গরিব,দুস্হ কর্মহীন প্রায় ১৬শ’ পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করেন,আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ,কাউন্সিলর ৪০নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।
বৃহস্হপতিবার ২১ মে মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে টানা লকডাউনে দীর্ঘদিন ধরে ঘরে থাকা অসহায় গরিব দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৬শ’৫০টি পরিবারের হাতে তিন ধাপে এ সকল ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় মানবিক ৪০নং ওয়ার্ড কাউন্সিলর বলেন,আমাদের বংশানুক্রমে জন্ম হয়েছে মানুষের উপকারের জন্য।তাই অপরের কল্যাণে সবসময় নিজেকে নিবেদিত রাখতে চাই।ভুলে গেলে চলবে না মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয়কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে মেঘডুবী ও পূবাইলের সকল পরিবারে উচ্চ শিক্ষার হার বেড়েছে। মানবতার মহিষী নারী জননেত্রী শেখ হাসিনা তার স্বয়ং চেষ্টায় বঙ্গবন্দু যে স্বপ্ন দেখে ছিলেন,বাংলাদেশকে সোনার বাংলা বিনিমার্ণে তা তিনি করেছেন।অবশেষে আমি বলতে চাই,করোনা দিয়ে আমাদের মৃত্যু না দিয়ে যেন স্বাভাবিক ভাবে আল্লাহ তা আলা মৃত্যু দেয়।সবাই ভাল থাকবেন।সবাই সবার জন্য দোয়া করবেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ সভায় আরোও উপস্হিত ছিলেন,রাজিবুল হাসান (রাজীব) আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ,হোসাইনুর রহমান রুবেল মাস্টার,সহকারী শিক্ষক মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়,হাসানুর রহমান রাসেল এবং সঞ্চালনায় ছিলেন,মিনহাজুল ইসলাম মিনহাজ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply