সামসুদ্দিন জুয়েল, পূবাইল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটির পূবাইল মেট্রো থানার ৪২নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ৪৩১টি অসহায় ও গরীব কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব আব্দুস সালাম (বি.এ), কাউন্সিল, ৪২নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন ও আহ্বায়ক, ত্রাণ কমিটি।
শুক্রবার ৮ মে বৈশি^ক মহামারি ও প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবরোধে ৪২নং ওয়ার্ডে টানা লকডাউনে সর্বস্তরের গরীব অসহায় ও কর্মহীন মানুষের মাঝে দিনব্যাপী প্রধানমন্ত্রীর এই সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আলহাজ্ব আব্দুস সালাম (বি.এ) বলেন, যারা ত্রাণ সামগ্রী বিতরণে অন্যায় ও অনিয়ম করেছেন, গরীব দুস্থদের ঠকিয়েছেন স্বজনপ্রীতি করেছেন তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এসময়, ত্রাণ কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড. মজিবুর রহমান উক্ত ত্রাণের সাথে (নগদ টাকা), অর্থ অনুদান প্রদান করেন।
আলহাজ্ব এ্যাড. মজিবুর রহমান ৪২নং ওয়ার্ড কাউন্সিলর এর সাথে সহমত পোষন করে বলেন, আমাদের ৪২নং ওয়ার্ডের সর্বস্থরের খেটে খাওয়া মানুষের ক্ষুদা নিবারনের জন্য অক্লান্ত পরিশ্রম করে এসকল উপহার সামগ্রী মানুষের কাছে পৌছে দেন আমাদের প্রাণপ্রিয় কাউন্সিলর।
উপহার সামগ্রী বিতরণ সভায় আরও উপস্থিত ছিলেন, আলহাজ¦ মিজানুর রহমান মাষ্টার, ত্রাণ কমিটির সদস্য ও কমান্ডার, পূবাইল থানা মুক্তিযোদ্ধা কমান্ড, জনাব শাহিন সরকার, সদস্য, ত্রাণ কমিটি, আহাদ আলী, সদস্য, ত্রাণ কমিটি, মহিলা নেত্রী, শ্রীকৃর্তি রানী ও হনুফা বেগম।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply