সামসুদ্দিন জুয়েল( পূবাইল) গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটির পূবাইল মেট্রো থানার ৪০ নং ওয়ার্ডের প্রকৃত অসহায় ও কর্মহীন মানুষের মাঝে দরিদ্র এক স্কুল শিক্ষক তার ছয় মাসের বেতনের অর্থ দিয়ে প্রায় তিনশত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন ৪০ নং ওয়ার্ড কাউন্সিলরের মেঝ ছেলে আলহাজ্ব হোসাইনূর রহমান (রুবেল মাষ্টার) সহকারী শিক্ষক মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার ১২মে বৈশ্বিক মহামারি ও প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস প্রতিরোধে টানা লক ডাউনে দীর্ঘদিন ধরে ঘরে থাকা অসহায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে সামন্যতম ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়া ও মানুষ মানুষের জন্য এ কথা ভেবে এসকল উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এই ঈদ উপহার দিতে গিয়ে ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আবেগ আপ্লুত এবং চোখের জল ফেলে তার ওয়ার্ড বাসীকে বলেন, আন্তরিকতা থাকলে যা হয়। আজ আমার ছেলে একজন সাধারণ স্কুল শিক্ষক হয়ে যেভাবে আপনাদের পাশে এগিয়ে এসেছে তা সবাই পারে না। তার জন্য সকলে দোয়া করবেন। ভবিষ্যৎতেও যেন এরূপ ঈদ সামগ্রীসহ নানা ধরণের সাহায্য সহযোগিতা করতে পারে, সেই প্রত্যাশা সকলের কাছে আমার।
স্কুল শিক্ষক বলেন, দূর্দিনে মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে হয়, তা শিখেছি আমি আমার বাবার কাছ থেকে, সে সুবাধে এই মহামারি করোনা ভাইরাস প্রার্দূভাবরোধে ছিন্নমূল দরিদ্র মানুষের কথা ভূলতে না পেরে মানুষের পাশে দাঁড়ানো আমাদের রক্তের সাথে মিশে গেছে।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, সভাপতি জোন-০২, বর্তমান কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। রাজিবুল হাসান (রাজীব) , আহবায়ক সদস্য, গাজীপুর মহানগর যুবলীগ। হাসানূর রহমান (রাসেল), প্রোপ্রাইটর, তামিম ক্যাবল নেটওয়ার্ক, মেঘডুবীসহ অন্যান্য গুনীজন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply