Amar Praner Bangladesh

পূবাইল আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত

 

 

সামছুদ্দিন জুয়েল :

 

গাজীপুর মহানগরীর পূবাইলে ২৪টি স্কুলের ৫৪ ধরণের খেলায় অংশগ্রহণে পূবাইল আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা -২০২২ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৯ মে কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনোরম পরিবেশে সকাল হতে দিনব্যাপী অত্যান্ত আনন্দমুখর সকল ছাত্রছাত্রী শিক্ষক/ শিক্ষিকা ও বিচারক মণ্ডলীদের উপস্থিতিতে খেলাটি পরিচালিত হয়।

আন্ত প্রাথমিক বিদ্যালয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শারমিন শাহী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গাজীপুর।

খেলায় সভাপতিত্ব করেন,অত্র কুদাব প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ্ব হোসাইনুর রহমান রুবেল মাস্টার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাবা নাঈমা খানম,প্রধান শিক্ষক কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয়,সিরাজুল ইসলাম (জানু)প্রধান শিক্ষক মেঘডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়।কাজীমদ্দিন প্রধান শিক্ষক মারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।মিজানুর রহমান,প্রধান শিক্ষক হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।খন্দকার জুঁই আক্তার প্রধান শিক্ষক, খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।শরীফ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নন্দিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।মাসউদা খানম,প্রধান শিক্ষক, হাওয়া খানম মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়।গোলাম মোস্তফা প্রধান শিক্ষক সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।মাসুম খাঁন, অভিভাবক সদস্য কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও আন্ত প্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় পূবাইলের ২৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও প্রতিনিধিগণ তাদের খেলায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের নিয়ে উপস্থিত ছিলেন।বিজয়ী ছাত্র ছাত্রীদেরকে উপজেলা শিক্ষা অফিস গাজীপুর হতে পুরষ্কার প্রদান করা হবে।

প্রসঙ্গত গত ১৬ মে নিজ নিজ বিদ্যালয় হতে বাছাইকৃত প্রতিযোগীরাই আজকের খেলায় অংশগ্রহণ করে।